নিয়ম অনুযায়ী
কেতকী বসু
শুকনো পাতার ওপর হেঁটে যাওয়ার শব্দে
এখন আর চমকে উঠিনা
সুন্দর গানের সুর শুনে কিছুটা আনমনা হয়ে যাই
আপন মনে গান গেয়ে নির্জনতাকে  ভুলতে চায়  যে ছেলেটা
শীতের রাতে সে সুর আরো স্পষ্ট হয়
নাম ছাড়া  পরিচয়ে সে বাড়ি ফেরে
সেই নামের  অধিকার আর স্বাধীনতা
ছিনিয়ে নিয়েছে পথের ধুলো
মায়ের বুক জুড়ে পরিচয় হীন অস্তিত্ব
সে নিজেও জানে না আসল সত্যিটা
মানসিক ভারসাম্যহীন মায়ের কান্না
জড়িয়ে রেখেছে ভিজে অন্ধকারকে
এমন এক অন্ধকারে হারিয়ে ফেলেছিল
নিজের বেঁচে থাকার অস্তিত্ব
নিজের  শীতের চাদর হারিয়ে ফেলেছিল
শালীনতা আর সম্ভ্রমে।

No comments:
Post a Comment