Monday, November 3, 2025


 

ধ্রুব সত্য

প্রিয়াঙ্কা চক্রবর্তী 


হাসি কান্না একে অপরের পরিপূরক, 
     জীবনের সমীকরণে এমন রূপতত্ত্ব;
 জীবন সৈকতে নিশীথ কালে, 
        মনোবীণায় ঝঙ্কার সুর মঞ্জরী,
 সুন্দরী নীলিমায় ঝাউবনের মায়া-
গোলাপী আভায় মুখর জীবনের ফুলদানি,
       শ্যামলিমা সিক্ত এ ঊষর মাতৃভূমি,
          প্রকৃতি সুসজ্জিত বিবিধ রতনে ।।

No comments:

Post a Comment