আলোহীন
চৌধুরী নাজির হোসেন
যত আলোর দিকে যেতে চায় মানুষ
অন্ধকার যে কেন টেনে নেয়! 
তাই কি আলোয় মানুষ ভালোয় মানুষ
দিন দিন কমে যায়? কেন যায়? 
কাক তো কাকের মাংস খায় না
মানুষ যে সর্বভূক
আলো খায়, কালো খায়, খায় খায়
 সভ্যতার শিরায় জাগে অসুখ। 
ডাক্তার বদ্যি নেই  রোগ ধরবার
সরীসৃপ জানে শুধু এ চলন, 
ডালায় সাজানো থাকে ঝিঙে আলু বেগুন পটল
এবং আমাদের ব্যাকবোন। 

No comments:
Post a Comment