মা তোমার প্রতি
চিত্রাক্ষী রায় (পঞ্চম শ্রেণি)
ঢাকের তালে মনটা দোলে
আলোয় আলোয় আকাশ ভ’রে।
মা আসছে মোদের ঘরে
আনন্দতে মনটা ভ’রে;
মা আসছে বছর ঘুরে।
সঙ্গে আছে ছেলেমেয়ে
গনেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী
আমরা সবাই ঢাকের তালে মাতি।
ইঁদুরবাবু গনেশ – বাহন
গতি বোঝা দায়
কার্তিক আছে ময়ুর নিয়ে
আদর করে মায়।
লক্ষ্মী আছে পেঁচার সাথে
সঙ্গে ধনরাশি
বিদ্যা শিক্ষা জ্ঞান বিজ্ঞান
দেবী সরস্বতী।
মজা করি পুজা করি
দিও মাগো আলো,
তুমি এসে মুছে দিও
সবার যত কালো।

No comments:
Post a Comment