Monday, November 3, 2025


 

ভুল

মহঃ সানোয়ার 



এই যে আমি একলা থাকি ভীষণ,
এই যে আমার ঘুম আসেনা রাতে।
এই যে আমার শক্ত কঠিন মন
এই যে তুমি অন্য কারো সাথে।

এই যে আমি স্বপ্নে হারায় রোজ 
এই যে আমি বাস্তবে খাই চোট।
এই যে তোমায় কল্পনাতে আঁকি 
এই যে তোমার কুসুমপারা ঠোঁট।

এই যে আমার দিন কেটে যায় একা 
এই যে আমি বিষন্নতায় ভুগি। 
এই যে তুমি জ্যোৎস্না রাতের তারা 
এই যে আমি আকাশ দেখা রুগী। 

এই যে বুকে জমছে অভিমান 
এই যে আমার নিজের মানুষ নাই। 
এই যে আমি ভীষণ রকম খারাপ 
এই যে আমি হারিয়ে যেতে চাই।

এই যে আমার উঠোন জুড়ে; ছড়িয়ে কত ফুল।
এই যে আমি তোমায় খুঁজি; এটাই আমার ভুল।

No comments:

Post a Comment