পৃথিবী 
জীবন সরখেল
লাখো অযুত স্বপ্নেরা সারাক্ষণ বৃত্তাকারেই 
নিঃস্বার্থ প্রেম অভিমুখে ঘুরতে থাকে... 
সঙ্কোচন-প্রসারণ-স্থিতিশীলতায় 
বস্তু-ব্যক্তি নিরপেক্ষ সব জীবনের 
বদলে যায় নিয়ত সংজ্ঞা...
ফুলের মতোই পাখিরাও ভালোবেসে 
একে একে এঁকে যায় ঘন মুক্ত নীল আকাশ...
সবুজ মুক্তি রেখায় মৃত্যুত্তীর্ণ মুহুর্তেরা 
সামান্তরিকের গালে ঢেলে দেয় রঙহীন মিথষ্ক্রিয়াজাত শিশিরের ওম;
হতাশ পাথরের ক্ষত স্থান থেকে আজও উঁকি দেয় তবু জন্মান্তরের রক্তশূন্যতা...
নিঃস্বার্থ প্রেমের কলমীলতায়
বিভীষণহীন শ্রমজ ঘেঁটুফুলে 
উপন্যাসেরা অজান্তেই মেলে দেয় রোদেলা কিছু পাপড়ি...

No comments:
Post a Comment