Monday, November 3, 2025


 

জীবনের মস্ত বড়ো ভুল
অশোক কুমার ঠাকুর



কবি হওয়ার স্বপ্ন দেখতে দেখতে
'স্বপ্নটা'ই কোথায় যে হারিয়ে গেল
সুধীর সামন্ত বুঝতে পারে না।

লক্ষ লক্ষ টাকা খরচ করে
বাহান্নটি কাব্য গ্রন্থ।
মঞ্চ, আলো, উত্তরীয়, মাইক, ভাষন
মদ্যপান, পরকীয়া
কবি ও কবিনীতে একান্ত যাপন।
সংসার ভেসে গেলেও সংস্কারহীন উন্মাদনা।

চোখে কী ছিলো তার
অন্ধকারের পথ ধরে আলোর পথে যাত্রা
নাকি আলোর বুকে আলোকিত জীবন!

আজ দিনান্তে সহধর্মিণী ছাড়া
কেউ পাশে নেই
বাহান্নটি কাব্য গ্রন্থের একটিও কোনদিন কোনো বিশ্ববিদ্যালয়ের আর্কাইভে
স্থান করে নিতে পারেনি।
একটি কবিতাও কোনদিন স্থান পাবে না
কোনো স্কুল বোর্ডের পাঠ্য তালিকায় ।
বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা জানতেই পারলোনা কবি সুধীর সামন্ত, একজন কবি ।

পণ্ডশ্রম, বিপুল অর্থের অপচয়
যাদেরকে সৌজন্য সংখ্যা দিয়েছিল
পাঠপ্রতিক্রিয়া জানবার জন্য
পুরনো কাগজ-ক্রেতা ফেরিওয়ালার হাত ধরে
মুদিখানায় চলে গেছে একেক করে।

মরবার আগে কবি সুধীর সামন্ত
বিরবির করে বলেছিল, " কবি হওয়ার স্বপ্ন দেখাটাই জীবনের মস্ত বড়ো ভুল ছিলো। "

No comments:

Post a Comment