অনলাইন কার্তিক সংখ্যা ১৪৩২
সম্পাদকের কথা
কার্তিকের নবান্নের এই দেশে স্বস্তি কোথায় আর! `আমার সোনার বাংলা` আজ এই দেশে করুণার পাত্র। ন্যায্য দাবি নিয়ে বসে আছেন রাজ্যের শিক্ষিতরা। যে বাংলা একদিন পথ দেখাত, আজ সে নিজেই পথহারা। নাগরিকত্ব প্রমাণে প্রাণ যাচ্ছে অনেকের। যদিও দেখে নেওয়া উচিত, কে বৈধ আর কে নয়। প্রকৃতির ওপর লুন্ঠন এত যে সেও আজ মুখ ফিরিয়ে প্রবল প্রত্যাঘাতে তছনছ করে দিয়েছে উত্তরভূমি। তবু আমাদের নৃত্য থামেনি। সব কিছু মিলে দিশেহারা দশা আমাদের। তবু কার্তিক আসে, নবান্নের আশ্বাস নিয়ে। ফিরে আসে স্বপ্ন নতুনের। স্বপ্ন নব অন্নের, আশা নব দিনের।
অনলাইন কার্তিক সংখ্যা ১৪৩২
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com
প্রকাশক- রীনা সাহা
প্রচ্ছদ ছবি- কোচবিহার রাজপ্রাসাদ
সম্পাদনা, প্রচ্ছদ ছবি, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
এই সংখ্যায় আছেন যাঁরা
পরাগ মিত্র, গৌতম চক্রবর্তী, অনিতা নাগ,
চিত্রা পাল, লীনা রায়, অম্বালিকা ঘোষ, শুভেন্দু নন্দী,
রণিতা দত্ত, ছবি ধর, অর্পিতা মুখার্জী চক্রবর্তী, গৌতমেন্দু নন্দী,
সোহম ভট্টাচার্য, মনোমিতা চক্রবর্তী, জনা বন্দ্যোপাধ্যায়, বটু কৃষ্ণ হালদার,
তন্ময় ধর, অশোক কুমার ঠাকুর, অভিজিৎ সেন,
আসিফ আলতাফ, মোঃ আব্দুল রহমান, প্রিয়াঙ্কা চক্রবর্তী,
আকাশলীনা ঢোল, সম্রাট দাস, কেতকী বসু,
দীপ্তিমান মোদক, জীবন সরখেল, অমিত আভা,
প্রতিভা পাল, অর্পিতা রায় আসোয়ার, বিজয় বর্মন,
পার্থ সারথী নন্দী, পার্থ বন্দ্যোপাধ্যায়, অলকানন্দা দে,
চৌধুরী নাজির হোসেন, শংকর হালদার, মাথুর দাস,
প্রশান্ত লোহারা, চিত্রাক্ষী রায়, মজনু মিয়া,
মহঃ সানোয়ার, শাহীন খান
অনলাইন কার্তিক সংখ্যা ১৪৩২

No comments:
Post a Comment