শিশিরের শব্দ  
মজনু মিয়া 
টুপটাপ টুপটাপ শিশির ঝরার শব্দ 
চারদিক সুনসান নেই কোলাহল স্তব্ধ। 
খোকার যেন বিছনা ছেড়ে উঠা
শীতে গাছের ঝরে পড়া বোটা।
শিশির ফোটা জমে ঘাসের ডগায়
ঝলক লাগে সোনা রোদে তথায়।
পাতার ফাঁকে সূর্য হাসে ওই দূর
খোকা আছে অপেক্ষায় হবে ভোর।
কুয়াশার রং দুধ সাদা হয় দেখে 
খোকার ভীষণ ভালো লাগে মেখে।
দূরে কোথাও ভাসছে দেখে ভালো 
সারাটাদিন ঢাকে সূর্য আলো। 
ভালো লাগে না মন খারাপ হয়ে
শীতের পোশাক পরে রয় সব সয়ে।

No comments:
Post a Comment