Monday, November 3, 2025


 

বনমহোৎসব 

অমিত আভা


কৃষকের লাঙ্গলের ফালায় 

জন্ম নেয় অজানা বর্ণমালা ,

মাটির বুকে লেখা হয় 

সবুজ পাতার পাঠ ;


কৃষকের ঘামই কালি ,

পাতার ফাঁকের আলো 

জন্ম দেয় অক্ষরের কলি ;

বীজ এভাবেই শেখে আলোর গান ।


No comments:

Post a Comment