Monday, November 3, 2025


 

ঈশ্বর
দীপ্তিমান মোদক 

বয়স হয়তো ষাট পেরিয়ে গেছে,
তীব্র দাবদাহে কাঁপা কাঁপা দুটো হাত, তোমার পিছু পিছু 
তুমি তখন স্নানের পর শুদ্ধ ভীষণ 
সাথে পুজোর ডালা,আর ছোঁবে না কিছু।
বাবু একটা রুটি নয়তো কটা টাকা তোমার তখন পকেট গরম,
তবু বললে,হাত যে পুরো ফাঁকা।

কার জন্যে রাখলে এইসব?
কার জন্যে এত কলরব?
ঈশ্বর যে তোমার কাছেই ছিল 
মন না থাকলে আঁচ পাবে তা কিসে
মন না থাকলে,কিসের অনুভব।

No comments:

Post a Comment