কবিতা
প্রতিসংসার
        তন্ময় ধর 
দিদৃক্ষার ক্ষত থেকে অন্ধত্বপ্রাপ্ত একটি আলোয় 
    তুমি আর আমি পাখিদের ধুলিখেলা হারিয়ে ফেলেছি। 
অশ্রুতে আর দূরত্ব কমবে না অতিপ্রাচীন বৃষ্টির নির্মমতায়। 
 ভিক্ষালব্ধ এই মধ্যাহ্নে, 
মাতৃকাবর্ণিত এক যন্ত্রণা থেকে 
       আমি ফিরিয়ে দিয়েছি তোমার দেবত্বহীনতা 
এই নিভন্ত রক্তে পারস্পরিক বিস্মৃতি ভেদ করে যাও। 
এই পিপাসার্ত অন্ধত্বে শীতল একটি জন্মান্তর রাখো। 
বাকি উর্ণনাভদোষ ভারী হয়ে উঠুক শিশিরের চঞ্চলতায়
বর্ণিকাভঙ্গ থেকে আস্তে আস্তে ক্ষীণ হোক পাথরের কান্না। 

No comments:
Post a Comment