ধর্ম
শংকর হালদার
একলা দুপুর ক্লান্ত পথিক 
উদাস পাখির মতো!
নীড়হারা মেঘের ভেলা
পেয়েছি বেদনা যত।
আলোর মাঝে আবছায়া ছবি
মনের ভিতর ব্যাকুলতা,
গুমরে কাঁদে স্বপ্ন যত
শূন্য আসন পাতা।
সেদিন ভোর শিশির মাখা 
ভেসে গেছে আশা,
পুবের আলোয় পেয়েছি খুঁজে 
নতুন এক দিশা।
দু'চোখ জুড়ে ভাটার ছবি
সূয্যি ডোবার পালা,
ঋণ করেছি খুশির লগে 
হিসেব মেলানোর খেলা।
ডুব দিয়েছি সব-ই ভুলে 
অচেনা এক দেশ,
আজ বুঝেছি সব-ই মিছে
ধর্ম আপন বেশ।

No comments:
Post a Comment