অনভিপ্রেত
স্বপন কুমার রায়
ইতিহাসের লাশগুলো আবার নড়েচড়ে উঠল
নিশথি রাতে একা একা হাঁটে গোরস্হান থেকে শশ্মানে
আমাবস্যার রাত্রি মাঝে মাঝে গোঙানি
আমি গতকাল সৌহার্দের আকাশে পাপি তারাদের দেখেছি
----- যেন সিগারেটের বিজ্ঞাপন মোড়কে বিচ্ছু বেড়িয়ে
----- যেন ব্লু হোয়েলে বলা যেতে পারে মৃত্যুকে বাজি ধরা
আবার মিছিল স্লোগান জাগ্রত খাগরাগড় ধর্মে শান দেওয়া তরবারি বসিরহাট
ফুটপাত ভর্তি রাজনৈতিক সিম্বলে রবীন্দ্রনাথের রাখি বন্ধন হাত
দূরদর্শনে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুলের বিশের বাঁশি
ফেসবুক তখন সাম্প্রদায়িক তর্জা
ধর্ম নগ্নদেহ সাম্প্রদায়িক পরিকল্পনা |
একটির বেশি দুটি সন্তান নয় সতর্ক বিজ্ঞানপন হোডিং অতিক্রম করে যাচ্ছিলাম
পেট বাঁচাতে ভিন রাজ্যের ট্রেন ধরবো রাত বারো টায়
-------- রাত দশটায় বুলেটিন
ধর্ষিত বিবস্ত্র মৃত মায়ের স্তনে শিশু পৃথিবীর উপরে
ছিন্নমুল অগণিত মানুষ সীমান্ত পারে
আবারও ইতিহাস ভুল করে, মানুষের রক্ত মানুষ মাখে
ধর্ম ভুল করে প্রমাণ দিতে ইতিহাস অস্বীকার করে
বলতেই যেন,ডিল ছোড়া মৌচাক হুল ফোটান বোলতা
কেউ ছিল মাতাল বেসমাল রাজার ভারাটে সৈনিক
আততায়ী ধর্ম বিক্রির ব্যাশার দালাল সম্পদশালি
গন্তব্যে পৌঁছানোর আগেই কয়েকটি মৃত্যু
আবারও ধর্মের রঙ দেখে মানুষ মানুষকেই মারে
---------- এটা তো এখানে অনভিপ্রেত !