Wednesday, September 13, 2017





















নিঃসঙ্গ নৃত্য
সুপ্রীতি বর্মন

আঁখিপদ্মের জৌলুস ঝাড়লন্ঠনের দ্যুতি, 
 ঠিকড়ে পরে জ্যোতি।।
হৃদয় পাথারে উচ্ছাস দমনের বাইরে, 
শতাধিক দুরত্ব অনতিক্রম্য।।
স্বীকারোক্তির অনীহা সহগমনে, 
 নৃত্য অলেখ্য কায়াকল্প রূপকথা।।
 রইসি হাওয়ায় কাঁচের বোতলে চুমুক, 
 রঙীন ধোঁয়ায় হুঁকোর কলকল ছন্দপতন।।
 তুমি নির্লিপ্ত ছাপোষা সাবধানী, 
মুঠোতে অতীত বদ্ধ কুসংস্কার সামাজিক ধারনা। দৃঢ়সংকল্প পারিপার্শ্বিক নিতে, 
অপারগ লুকানো স্বত্তা।।
 গুটাতে থাকে পশ্চাদগমনে, 
সম্মুখ আলোকপাতে যেতে নারাজ, 
নায়িকার মুখভার শতাধিক প্রচেষ্টা, 
ব্যর্থ অভিমানে বাঁধ ভাঙা ঢেউ, 
 তোমাকে ছোঁয়ার প্রত্যাশায়, 
পায়ে পায়ে লুটায়।।
অশ্রুজলে সম্যক পরিধি, 
পাষানপ্রস্তর প্রানস্পন্দন ধোঁয়াশা, 
নিজ প্রয়াসে অগ্রাধিকারে, 
অগ্রসর নৃত্যছন্দে, 
আঙ্গিক কলাকৌশলে সম্মোহনী মায়ায়,  ভূপ্রোথিত নক্ষত্র।।
জৌলুসের কম্পমান ছন্দে, 
 টেক্কায় সংশয়, 
আগামী নৃত্যে অংশগ্রহনকারী।
 সকলের দৃষ্টির স্তব্ধ অঞ্জলী ঘেরাপাতে, 
 দৈবিক নৃত্যময়ী।।
ছুটে এলে তিষ্ঠানো দায়, 
একাকী নীরব দর্শক অবহেলা,
 তোমার প্রদর্শনে নৃত্য সহাস্য আলিঙ্গনে, 
স্মিত হাস্য সর্বশ্রেষ্ঠ উপহার, 
সান্নিধ্যে প্রনয়াষ্পদ নৃত্যগমনে, 
অপ্সরা মহেন্দ্রক্ষণ আমার।।
Supriti Barman
নিঃসঙ্গ নৃত্য সুখছাড়া মুক্ত বিহঙ্গ, 
 প্রত্যাশিত তোমায় সঙ্গপনে নৃত্য।
ভিড়ে গিজগিজ আলাচালা, 
মুখে মু়খে গুজবে কোনঠাসা।
পরিচিতি জানতে উৎসুক নয়ন, 
স্তব্ধ হাতছানি কৌতূহল প্রশ্ন কে তুমি? 
কোথায় তোমার দোসর, 
থেকেও না থাকার ওজর, 
জলে দাগ কেটে হাজার করের বোঝা,  গলাধঃকরনে প্রতিক্ষন।
 চেয়ে থাকে প্রত্যাশায়, 
গুমোট জমাটি মেঘ, 
তোমার আগমনের বৃষ্টি।।
সহাস্য পথনির্দেশে আলোকপাতে, 
অন্ধ ধরাশয়ী অস্তিত্ব নিষ্প্রান, 
যতটুকু আয়োজন, 
তোমাকে কাছে পাবো, 
 নেশার ঘোরে মনের জোরে, 
বাকিরা সব এখানে নিষ্প্রয়োজন।।
সবাই সঙ্গপানে, 
অলেখ্য রূপমাধুরীর আলাপচারিতা, 
আমার অন্ধকুঁয়ায় নিমজ্জিত, 
সহস্র বছরের অতীত, 
অবশেষে ছাড়া ছাড়া সুখ, 
পেল নতুন অন্যমনস্ক খোলা চিঠি।।
 লিখলো প্রানভরে কাছে পেয়ে, 
অধরা ওষ্ঠে নৃত্য।
তুমি হলে আরো আপন, 
প্রজাপতি হয়ে ভ্রাম্যমান চতুর্দিকে, 
তোমা পানে ধায় জ্বলে পুড়ে, 
ছাড়খার হবে বলে, 
আমার আগুন।

No comments:

Post a Comment