Thursday, September 28, 2017
















 রক্তস্রোতে বহে সূচ
ফিরোজ আখতার

 
 এক 
 
রক্তস্রোতের মধ্যে দিয়ে বয়ে চলেছে সূচগুলি
একটি নিষ্পাপ শিশু,
এক গোছা রজনীগন্ধা 
ঠিক যেন শতসহস্র শয়তানের কামড়,
অসংখ্য নরকের সম্মুখে
দাঁড়িয়ে দেবকন্যাটি ।।  
 
 দুই 
 
স্বর্গ আজ লাঞ্ছিত হয় বারেবারে
সূচের তীক্ষ্ণ আগায়,
দশটি শয়তানের কামড়ে 
নরকের কীটগুলির নৃশংস দংশনে,
ছিন্নভিন্ন হয়ে যায়
বছর তিনেকের শিরাগুলি ।।
 
 তিন 
 
স্বর্গের মৃত্যু হয়েছে বেশ কিছুক্ষণ আগে
শয়তানের করাল কামড়ে,
তীক্ষ্ণ সূচের গ্রাসে ।
আর, দেবী থেমিসের ন্যায়দন্ড অপেক্ষারত,
জিউসের কঠিন বজ্রের
আঘাতের জন্য ।।

No comments:

Post a Comment