Thursday, September 7, 2017















কোনোদিন বলবো না 
(উৎসর্গ - বন্ধু প্রতিম কবি, সম্পাদক প্রিয় শৌভিক  রায়)
আনিসুর রহমান খান
প্রতিদিন বুকের বরফ ভেঙে হৃদয়ে উচ্চারিত হয় একটি নাম,
আমি তোমাকে কোনোদিন বলবো না
বলবো না, প্রতিক্ষার অমিয় হাওয়া কতোটুকু শাব্দিক হয়।
বলবো না, সেতার কিম্বা তানপুরার ধ্বনি কতোটুকু স্পর্শ করে হৃদয় গিটারে।

আমি তোমাকে কোনোদিন বলবো না
একটি স্টেশন থেকে ট্রেন চলে গেলে কতোটুকু শূণ্য হয়
ইস্পাত কিম্বা ক্রংক্রিটের ধারাপাত।
বলবো না, হাহাকার শূণ্য প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ একটি ভাবুক বালকের কথা।

আমি তোমাকে কোনোদিন বলবো না
নিবিড় আলিঙ্গন থেকে সটকে পড়া
একজোড়া শান্ত সুবোধ শালিকের কথা
বলবো না, কতোটুকু অপেক্ষায়
জ্বলে ওঠবে তোমার হৃদয়ের মোম।



I will never say so
Anisur Rahman Khan (Dedicated to my friend, the poet and the editor, Sauvik Roy)

Everyday a frozen ice breaks a name,
I will not tell you at any time
I will not say, how much of the reciprocity is literal.
I do not say, at the heart of guitar or touching the sound of Tanpura touched the heart.

I will not tell you at any time
How much is left when the train moves from a station
Steel or crank cut.
I will not say, a lonely young thinker standing in the empty woofer platform.

I will not tell you at any time
From the intensive hugs to sideways
A pair of cool words about Subodh Shalik
I will not say, how much waiting
Wake up your heart wax.

No comments:

Post a Comment