Saturday, September 23, 2017



















অচিন পাখি
দীপশিখা চক্রবর্তী 

মন যে আমার অচিন পাখি,জাগায় হৃদে দোলা,
এত করেও সেই পাখিরে যায় না কেন ভোলা?
মনের মাঝে আসা যাওয়া,রুপকথার এক ধাঁধা, 
খাঁচা ছেড়ে পালায় উড়ে,মানে না কোনো বাঁধা।
কোন আকাশে বাঁধবে বাসা,কোন সুখেরই খোঁজে,
ক্লান্তিভরা চোখদুটি আজ মিষ্টি সুরে বোজে।
চাঁদ যখন জোছনা রাতে রুপোলী আলোয় ভাসে,
চোখের পাতায় ঘুম জমেছে,অবুঝ মন হাসে।
মন যে আমার নিস্তব্ধে দিয়েছে তোকে ধরা,
ভালোবেসে অচিন পাখি আর পাবে না ছাড়া।

No comments:

Post a Comment