আগমনী
সুকন্যা সামন্ত
মা আসছেন,
বিশ্বমাতা সাজিছে আজ নবসাজে -
করিতে জগন্মাতার আহ্বান ।
কাশফুলের সৌরভে –
সুবাসিত হয়েছে বাতাস ,
পাখিদের গুঞ্জনে –
মুখরিত হয়েছে আকাশ ,
পদ্মফুল শোভিছে –
পুস্করিণীর জলে ,
শিউলির সুবাসে –
ভরিছে গৃহ প্রাঙ্গণ ।
প্রফুল্ল প্রাণ , চঞ্চল মন ,
করিছে মাতৃ গুণগান সর্বক্ষণ ।
তৃষিত নয়ন হয়েছে সজল ,
শুনিয়া মাতৃ আগমনবাণী ,
হেরিতে মায়ের মধুর হাসি ।
থাকবে না আর দুঃখের রেশ ,
ঘুচবে ধরার যত ক্লেশ ,
পুরিবে মোদের আশা ,
ভরিবে মোদের বাসনা ,
শূন্য ভাঁড়ার পূর্ণ হইবে –
মাতৃ আশীর্বাদে ।।
No comments:
Post a Comment