দয়াময়
সুকন্যা সামন্ত
হে বিশ্বপিতা,প্রভু-
দয়াময়,করুণাসাগর,
করুণা করো দাসীরে-
বিপদে যেন পাই রক্ষা।
সারা জীবন করেছি-
তোমার প্রার্থনা,
নীরবে বসে একান্তে।
করি নাই কোনো –
ত্রুটি অনুষ্ঠানে,
শুনেছো কি তুমি?
পেয়েছি কি তোমার কৃপা?
তোমার পূজায় দিয়েছি-
কত শ্রদ্ধা,
করেছি কত ত্যাগ,
গেঁথেছি কত মালা,
পুষ্প চয়ন করে।
গ্রহণ করেছো কি পূজা মোর?
বেসেছো কি মোরে ভালো?
জেগেছো কি মোর অন্তরে?
সাধারণ নারী আমি-
ভক্তিই আমার সম্বল,
পূজাই আমার প্রেম-
তোমার প্রতি।
সঁপেছি কত বন্দনা-
তোমার চরণে।
শুনেছো কি তা?
একবারো কি ভেবেছো-
আমার কথা?
জানিনা কোন ফুলে –
তুষ্ট তুমি,
বাসনা মোর ফুরালো না,
চেয়েছিলাম বড়ো আশা
করে-
জ্ঞান দাও,শক্তি দাও,বুদ্ধি দাও,
উন্নত করো শির।
কী আশায় এসেছিলে মোর কাছে?
জাগিয়েছিলে ভক্তি অন্তরে?
সে আশা কি পূর্ণ হয়েছে
তোমার?
লেগেছে কি আমারে ভালো?
বুঝি না তোমায়-
আজও রইলে অধরা,
হে ঈশ্বর,
দিলে না দেখা,
শুধু রয়ে গেলে-
আপন মানসচক্ষে।
চেয়েছিলাম এক-
পেলাম আর এক।
হারিয়েছি তেজ,
ঘুচেছে ক্রোধ,
হয়েছি শক্তিহীন।
যা পাই, তা বিলোতে বেড়াই,
হয়ে দীনহীন।
এই কি তব আশীর্বাদ?
এই কি তব প্রেম-প্রসাদ?
এর জন্যই কি পূজার এত
ঘনঘটা?
তবে কি সার্থক হয়েছে-
মোর জনম?
জ্বলেছে কি আমার ভক্তির প্রদীপ,
তোমার আলোয়?
করেছো কি আমারে ক্ষমা?
হয়েছে কি আমার শাপমোচন?
হে অন্তর্যামী,
সব কিছু তব চরণে-
দিয়েছি ঢালি।
গ্রহণ করো মোরে,
নতুন করে,
পুরাতনেরে দিয়ে ফেলে।
নব বাঁধনে লও বাঁধিয়া-
নব প্রেমডোরে।
No comments:
Post a Comment