ধূপের মতো
রুনা দত্ত
প্রকৃতি নির্জনতা আঁধার
রূপকথার মতো ঘিরে রাখে
নিঃসঙ্গ জীবন আমার,
জ্যোৎস্না চাঁদ নক্ষত্রের আকাশ
পেয়েছে যে আজ
ভালোবাসার অবকাশ,
শূন্যে আজ উড়িয়ে দিলাম
তাই একমুঠো প্রেম
ভরে দিও তাতে উষ্ণতার হেম,
ধূপের মতো জ্বলে যদি
হই নিঃশেষ, তাও রেখে যাবো
রজনীগন্ধা আর চন্দনের আবেশ।
No comments:
Post a Comment