মাঘ উৎসব
শম্পা সামন্ত
পৌষের শেষ আর মাঘের শুরু, শীতের ছোঁয়ায় প্রকৃতিও গা ভাসিয়েছে। সকাল বেলা শিশিরে ভেজা ঘাস কেন জান হাতছানি দিয়ে ডাকে। তাদের স্পর্শে গা শিউরে ওঠে।ঘাসের মাথায় বিন্দু বিন্দু জলের ফোঁটা তার ওপর কুয়াশাকে উপেক্ষা করে সূয্যি মামার মৃদু আলো। কি অপরূপ সৌন্দর্য মন যেন এক লহমায় উৎফুল্লতা পায়। ভোর বেলায় পারার মোড়ে রবীন খুড়োর হাতে করা চা'য়ে চুমুক না দিলে সকালটা শুরুই হয়না। এদিকে মাধব কাকা খেজুর গাছ কেটে টাটকা রস নিয়ে ফিরেছে। দৌড়ে গিয়ে ভাঁড়ে চুমুক দিয়ে রসের আস্বাদন আজও মনে পড়ে। আবার গঙ্গা সাগর মেলায় যাওয়ার ঢল পড়েছে পাড়ায় পাড়ায় পাড়ার বয়স্ক দাদু ঠাকুমাদের কাছে গঙ্গা সাগর মেলার গল্প শোনার অভিজ্ঞতা বেশ মজার। আর বাড়িতে বাড়িতে পিঠে পুলির উৎসব,মা লক্ষ্মীর পদ চিহ্ন চালের গুঁড়ি দিয়ে অঙ্কনের কি অপূর্ব মাহাত্ম্য। চারিদিকে আল্পনা,সারা বাড়ি যেন মন ভালো করা আনন্দে মেতে উঠেছে। এই সবকিছুর মধ্যে প্রকৃতিও কেমন যেন আনমনা। কখনও গরম কখনও ঠান্ডা আবার কখনও রোদের সঙ্গে আড়ি দিয়ে সারাদিন মুখ ভার। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হল মেলা।পল্লী গ্রাম গুলিও এসময় নানা মেলার আনন্দে মেতে উঠেছে।
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment