সম্পাদকের কথা
শীত শেষ হতে চলেছে। তবে তা প্রকৃতির। কিন্তু চারদিকের তাকালে মনে হয় যে, আমাদের মনের শীত দিনদিন বেড়েই চলেছে যেন। ইতিমধ্যে গণতন্ত্র সূচকে দেশ দশ ধাপ নীচে নেমে গেছে। বহু ক্ষেত্রে বিপন্ন হচ্ছে ব্যক্তি-স্বাধীনতা। দেগে দেওয়ার ঘৃণ্য রাজনীতি থেকে শুরু করে সাজাপ্রাপ্ত অপরাধীর সাজাকে বাস্তবায়িত না করার কুনাট্য পর্যন্ত দেখতে হচ্ছে। আর এসবের মধ্যেই বেকারত্ব, ছাঁটাই, মুদ্রাস্ফীতি, বিলগ্নিকরণের মতো একটির পর একটি অপ্রত্যাশিত ব্যাপার ঘটে চলেছে। এক শ্রেণির হাতে জমছে অঢেল পয়সা আর গরীব আরও গরীব হচ্ছে।
তাই আসন্ন বসন্ত কোনো মধুমাস আনছে না আমাদের জীবনে। বরং বাড়ছে উদ্বেগ আগামীর কথা ভেবে।আমাদের মতো সাধারণেরা শুধু একটি জিনিস প্রত্যাশা করে- মানসিক শান্তি ও সুস্থ বেঁচে থাকা। রাষ্ট্র যদি সেটা দিতে না পারে, তবে তার দায় রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের ওপর বর্তায়। কেননা রাষ্ট্র একটি ধারণা মাত্র।
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment