তোমাকে নিয়ে(২)
ফিরোজ হক্
অভিযোগের রজনীগন্ধা নিয়ে হাজির হয়েছি।তিন দশক ধরে আমাদের নিভে যাওয়া যোগাযোগেও ক্ষতবিক্ষত হইনি,মাঝে মাঝেই তুমি নামক মৃদু বাতাস শরীরে মেখে নিয়েছি।বড্ডরকম মন খারাপ পেয়ে বসতে পারেনি।তোমায় খুঁজে নিয়েছে খাতার সাদা পৃষ্ঠায়,বক বক বকম করতে করতে কলম গুঁছিয়ে রেখে মৃদু আলিঙ্গনে নিজেকে ভাসিয়ে দিয়েছি স্বপ্নের রাজ্যে,যেখানে তুমি রাজকুমারী,আমি রাজকুমার।
নিভে যাওয়া যোগাযোগেও এক দৃঢ় সম্পর্ক,ভালোবাসার টানে উস্কোখুস্কো চুল গুছিয়ে নিয়েছি।নিভে যাওয়া যোগাযোগকে সচল রাখতে কথা নেই বার্তা নেই অথচ চক্ষের ভালোবাসায় একা একেলা মনকেই সঙ্গ করে নিয়ে কতরকম ধ্বনি বেরিয়ে আসে অথচ তিনদশক পর আজ যোগাযোগের সেতু তৈরি হলেও তোমার কিছু বলার নেই ভেবেই নিজেকে বড্ড অভাগা মনে হয়...
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment