নিশ্চিহ্নপুর
উদয় সাহা
মাটি নয় রক্তপথ কারা যেন হেঁটে যায়
নিথর এ নীরবতা...ঝাঁপ দিই অজানায়
আবার বুঝি আদিমতা স্বাধীনতার জন্যে
অদূরে এক বাঘ ঘোরে অসুখে সব কন্যে
ছায়ানট মিলিয়ে যায় ভাইবোন যাযাবর
জোয়ার আসে; ভাঁটা আসে ; কি আসে তারপর ?
স্নান সারা হ'ল না তো ! ভাঙা পাঁচিলের ফাঁক---
দুপুর এসে হাইতোলে উড়ে আসে কাক
যেভাবে পাথর ভাঙে ঘুম নদীর সোঁতায়,
সব ছায়া মুছে যায় কালো রাতের কায়ায়
সব ছায়া মুছে যায় কালো রাতের কায়ায়...
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
রেজিস্ট্রেশন নাম্বার- S0008775 OF 2019-2020
ঠিকানা- হসপিটাল রোড, কোচবিহার, ৭৩৬১০১
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই অনলাইন মাঘ সংখ্যা ১৪২৬
No comments:
Post a Comment