স্মৃতির বিদ্যালয়
সুদীপ দাস
বিদ্যালয়ের দ্বার যেদিন হলো বন্ধ,
স্মৃতির দ্বার উন্মোচিত, মনে বড়ই দ্বন্দ্ব।
জীবনের সেরা সময় ছাত্র কালই যেনো,
কত শত অম্ল মধুর স্মৃতি পুরোনো।
ঐ যে শাসন বেত্রাঘাতের, যায় না কভু ভোলা,
শ্রেণি-কক্ষ চক ডাস্টার অংক স্যারের কানমলা।
টিফিন বেলায় স্কুলের গেটে সবাই মিলে ভিড় করি,
মায়ের দেওয়া আটানায় কিনি রঙিন বরফ আর ঝালমুড়ি।
ঢং ঢং ঢং ঘন্টার শব্দ আজও কানে বাজে
আমার প্রাণের বিদ্যালয় আজীবন মন রাজে।
শেষ পিরিয়ডের শেষ বেল আর আমরা ছুট লাগাই,
"সাবধানে যাস বাড়ি তোরা" উচ্চস্বরে বলতেন গুরু মশাই।
বন্ধুরা আজ দেশ বিদেশে কেউ বা ঠিকানা হীন,
বড্ড মনে পড়ে ফেলে আসা বিদ্যালয়ের সেই সব দিন।
একটা একটা স্মৃতিতে আজ একটা মস্ত স্মৃতির সাগর
তলিয়ে গেলেই পাই যে শুধু হাজার মণি মুক্তার বাহার।
স্মৃতির মণিকোঠায় রয়ে গেছেন শিক্ষকগণ,
চীর শ্রদ্ধেয় তারা, তাঁদের শিক্ষাই করছি বহন।
অনেকেই আজ তারা ইহধাম ছেড়ে দিয়েছেন বহুদূর পাড়ি,
রেখে গেছেন তাঁদের সাধের বিদ্যালয় একটি মানুষ তৈরির বাড়ি।
No comments:
Post a Comment