সম্পাদকের কথা
আমাদের প্রত্যেকের মধ্যেই বোধহয় একটি বালক বা বালিকা থাকে, যার সন্ধানেই কেটে যায় আমাদের সারা জীবন। মাঝবয়সে এসে সেই অন্বেষণ আকুল করে সবাইকে। তাই বারবার ফিরে যাই আমরা সেই শেকড়ে যেখান থেকে শুরু করেছিলাম আজীবন এই পথ চলা। মুজনাই এবার সেই শেকড় অর্থাৎ নিজের বিদ্যালয়কে মনে করেছে নানা ভাবে। বিদ্যালয় জীবন আসলে সেই জীবন যখন নিঃস্বার্থ দিন কেটে যায় এক অবিকল্প ভাল লাগায়। যত সময় যায় সেই বিদ্যালয় জীবন ততটাই আঁকড়ে ধরে আমাদের যাপনকে। ব্যক্তি স্বার্থহীন সেই জীবন আজ এই ভাঙাচোরা সময়ে বড্ড বেশি কাম্য। শিক্ষা আজ ভূলুন্ঠিত, মর্যাদা তার বিপন্ন। এই সময়ে নিজেদের ফেলে আসা সময় হয়ে উঠতে পারে শীতল প্রলেপ, দিতে পারে টালমাটাল পরিস্থিতিকে যুঝবার শক্তি।
মুজনাই অনলাইন আষাড় সংখ্যা ১৪৩১
রেজিস্ট্রেশন নম্বর- S0008775 OF 2019-2020
হসপিটাল রোড
কোচবিহার
৭৩৬১০১
ইমেল- mujnaisahityopotrika@gmail.com (মাসিক অনলাইন)
ক্রোড়পত্রে ব্যবহৃত সংগৃহিত ছবি- যামিনী রায়
প্রকাশক- রীনা সাহা
সম্পাদনা, প্রচ্ছদ, অলংকরণ ও বিন্যাস- শৌভিক রায়
মুজনাই আষাড় সংখ্যা ১৪৩১
এই সংখ্যায় আছেন যাঁরা
বেলা দে, গৌতমেন্দু নন্দী, মাধবী তালুকদার
বিকাশ দাস ( বিল্টু )পার্থ বন্দোপাধ্যায়, বিপ্লব তালুকদার,
সুদীপা ঘোষ, অনিতা নাগ, জয়তী ব্যানার্জি,
কবিতা বণিক, শুভেন্দু নন্দী, মনোরঞ্জন ঘোষাল
বটু কৃষ্ণ হালদার, ঋতুপর্ণা ভট্টাচার্য, তন্ময় কবিরাজ,
মজনু মিয়া, মিষ্টু সরকার, শ্রাবণী সেনগুপ্ত,
রীনা মজুমদার, লীনা রায়, সম্মিলিতা দত্ত,
সুদীপ দাস, রবিনা সরকার, রীতা মোদক,
মহঃ সানোয়ার, সুমন্ত সরকার, তিথি পাল
No comments:
Post a Comment