Wednesday, March 1, 2017

ক্রূর আছে, হাসি আছে আরও আছে নকশীকাঁথা
শিবু

তোমার কাছে গল্প ছিল গাঁদাফুলের মতন
হৃদয়ের ভাষা নিয়ে হাজির হল এ জীবন

ক্রূর ছিল, হাসি ছিল, ছিল মেঘভাঙা কান্না
হেঁটে যাবার রাস্তা ছিল, তবু উপায় ছিল না।
অরণ্য-সপ্তাহ ধরেছিলবৃক্ষরোপণ
হাইফেন দেওয়া তোমার নাভিমূলে
খাদ ছিল,বন ছিল আর ছিল সুপ্তবাসনা।
সিক্ত সম্পর্ক আর রিক্তের মাঝে
তালপাতা হাওয়া আজ গোপনে কথা বলে।

শুকনো ‘ঘা’-এর মতন আজও জেগে আলো-ব্যাথা
ক্রূর আছে, হাসি আছে আর আছে নকশীকাঁথা


No comments:

Post a Comment