Saturday, March 18, 2017

কমনীয়তার কাছে
উদয় সাহা

কমনীয়তার কাছে
             অজস্র কাঁটাগাছ , ঝোপঝাঁড়
ক্যাকটাস স্মৃতিরর স্পন্দনহীন মরুভূমি
            আর প্রতিবাদ রয়েছে
            লাল জবার মতো।
পর্ণমোচী  পাতার দৃপ্ত পদচারণায়
            কত যুগ মাথা নত করেছে
            পার্থিব  লোভ , লালসা।
           
            উচ্ছ্বল উদ্ভাসে নয়
            গৈরিক কল্পনা বিলাসেও নয়
            অক্ষরবিন্যাস , নতুন ইস্তেহার
                      রচিত হয়েছে মিটমিট প্রদীপ নয়
                      রাতের কালোতে মশাল হয়ে।
   ছোটো ইটের সৌধের গা থেকে
             অনুরণন উড়ে আসে
             রাজপ্রাসাদের ঘাসে ঘাসে।

No comments:

Post a Comment