Monday, March 20, 2017

"অগ্নিপিন্ড" _মিথিলেশ দাস। দগদগে মাংস থেকে ঝরে পরছে আগুন নতজানু হয়ে বসে আছে অন্ধকার, তীব্র বেগে এগিয়ে চলেছে অগ্নিপিন্ড দুই ধারে ছটফট করছে মুন্ডহীন দেহ, দূরে কোথাও থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি- সেখানে কি এখনও অন্ধকার! প্রতিটি অগ্নিপিন্ড যেন আজ উন্মাদ মুক্তির পথের স্রষ্টা! নিভে যাওয়া অগ্নিপিন্ডরা পরে থাকে রাস্তায় এগিয়ে যায় জ্বলন্তরা, আলোকিত করে মানুষের মন শিহরন জাগায় শরীরে পথ দেখায় সভ্যতাকে। জ্বলন্ত সেই অগ্নিপিন্ডদের জন্য রইল আমার শতকোটি প্রনাম যাদের আমরা কবিতা বলে জানি।।

No comments:

Post a Comment