খোলা মাঠ
আলামিন ইসলাম
পূর্ণিমার স্রোত উপচে পড়ছে পৃথিবীর উঠোনে ,
অমাবস্যার সাথে তার ঘোর রেষারেষি ৷
আবেগের এরোপ্লেনে পাইলট কবি ,
মিনারের মতো মৌন বেশে বিস্মিত দর্শক!
বিস্তীর্ণ খোলা মাঠ ,
সবুজের সাথে আলো করছে চুম্বন ৷
আকাশ -বাতাস সব নির্বাক সাক্ষী !
সুড়ঙ্গ ছেড়ে বাইরে এসেছে মেঠো ইঁদুরের দল ,
প্যাঁচাদের চোখ জ্বলজ্বল করে জ্বলছে .....
চারিদিকে ফসলের গান ,
অবাক যাচ্ছে কবি .....
এই নিস্তব্ধতার অরণ্যে, প্রাকৃতিক সৌন্দর্যের ক্যানভাসে খোলা মাঠ , অপার্থিব !
রুপকথার দেশের সাথে তার প্রগাঢ় সুমিল ,
যেখানে নীরব গল্পের ব্যস্ত পয়াচারি ৷
কিংবা উপচে পড়া সৌন্দর্যের অসংখ্য তরঙ্গায়িত ঢেউ !
আলামিন ইসলাম
পূর্ণিমার স্রোত উপচে পড়ছে পৃথিবীর উঠোনে ,
অমাবস্যার সাথে তার ঘোর রেষারেষি ৷
আবেগের এরোপ্লেনে পাইলট কবি ,
মিনারের মতো মৌন বেশে বিস্মিত দর্শক!
বিস্তীর্ণ খোলা মাঠ ,
সবুজের সাথে আলো করছে চুম্বন ৷
আকাশ -বাতাস সব নির্বাক সাক্ষী !
সুড়ঙ্গ ছেড়ে বাইরে এসেছে মেঠো ইঁদুরের দল ,
প্যাঁচাদের চোখ জ্বলজ্বল করে জ্বলছে .....
চারিদিকে ফসলের গান ,
অবাক যাচ্ছে কবি .....
এই নিস্তব্ধতার অরণ্যে, প্রাকৃতিক সৌন্দর্যের ক্যানভাসে খোলা মাঠ , অপার্থিব !
রুপকথার দেশের সাথে তার প্রগাঢ় সুমিল ,
যেখানে নীরব গল্পের ব্যস্ত পয়াচারি ৷
কিংবা উপচে পড়া সৌন্দর্যের অসংখ্য তরঙ্গায়িত ঢেউ !
No comments:
Post a Comment