আলাদিনের চিরাগ ফিরোজ আখতার
আলাদিনের সেই চিরাগটা যে কোথায় গেলো ? আচ্ছা, চিরাগের সেই জিনটা কি এখনো বেঁচে আছে ? বেঁচে আছে না জিজ্ঞাসা করে টিকে আছে কিনা জিজ্ঞাসা করাই বোধহয় ভালো ছিল । আমরা তো এখন আর বেঁচে নেই... টিকে আছি । যদি পেতাম সেই চিরাগটিকে, বের করে আনতাম জিনটাকে...! আর চাইতাম... অবশ্য কিই বা চাইতাম ? কিই বা দিতে পারবে জিন্ আজকের পৃথিবীতে । আমার সেই স্বপ্নটাকে কি এনে দিতে পারবে যেটা হারিয়ে গেছে অনেকদিন আগেই ? আমাকে কি স্বপ্ন দেখাতে পারবে ঠিক আগের মতন... যেটা আমি দেখতে ভুলে গেছি ! আমার ধূসর স্বপ্নগুলিকে কি আবার আগের মতো বেনীয়াসহকলায় রাঙিয়ে দিতে পারবে যেটা আমি দেখতাম ছোটবেলায়... আমার জন্যও কি এক পৃথিবী স্বপ্ন নিয়ে আসতে পারবে ? এখন তো স্বপ্নগুলো সব হাটে বিক্রি হয় - একটু মাখন লাগিয়ে বললে বলতে হয় শপিং মলে বিক্রি হয় । কত ধরণের স্বপ্নের পসরা সাজিয়ে বসে আছে হাটুরেরা...থুরি, শপিং মলের মালিকরা ! শুধু স্বপ্নের রঙ্ গুলো যেন কেমন ম্যাড়ম্যাড়ে হয়ে গেছে... তার থেকে ঘুমিয়ে থাকুক সেই জিনটা...! সেও স্বপ্ন দেখুক...! নাকি সেও স্বপ্ন দেখতে ভুলে গেছে আমাদের মতো...! কেউ যদি জানো তো জানিয়ো আমায়...।
No comments:
Post a Comment