Saturday, March 11, 2017

"বসন্ত এসে গেছে"
--- উদয় সাহা


আমাদের বাড়িতে মাছ দিয়ে যায় রফিকুল ভাই
সেদিন সকালে এসে বলল , "সকাল বেলা ঐ
পাখিটা ভারি মিষ্টি সুরে গায় গো দাদাবাবু ... মনটা উদাস হইয়া যায়!! ! "
আমি বলেছিলাম , "ও যে দূত , বসন্ত এসে গেছে , ভাই "
দুধ দিয়ে যায় যে কাকু
ওনার বাড়ির উঠোনে একটা মস্ত কৃষ্ণচূড়া গাছ
গতকাল আমার মা কে বলতে শুনেছিলাম ,
"দিদি , আপনি কৃষ্ণচূড়া ভালোবাসেন ... লাল কৃষ্ণচূড়া ?
আমার উঠোন জুড়ে এখন লাল ... "
আমি ঘর থেকে বেড়িয়ে বলেছিলাম -
"বসন্ত গো কাকু , ও বসন্তের লাল"
পাতা ঝরা বৃষ্টির দলে দুপুরের ঘূর্ণির ছন্দ
নিঃসঙ্গ নীরবতা সুরেলা হঠাৎ 
কৃষ্ণচূড়ার ত্রাসে নেমে আসে বসন্ত  ...
কিন্তু
আজ বসন্ত এলে আমি জানালার পাশে
দেখি দুর থেকে--
বসন্ত যদি উৎসব হয় , সে উৎসবে তুই কোথায় ?
পলাশের গায়ে যেদিন তোর নাম লিখেছি
সেদিন বিকেলে আমার ঘরে বসন্ত এসেছিল।
আজ বসন্ত এলে , কঙ্কাল বৃক্ষ যখন প্রসারিত হয়
তখনও আমার মন ডুবে থাকে শোকে
হেঁটেছিলাম আমিও এক অজানা পথে-
ভুলতে পারিনি তোকে-
সেদিন হাসিতে আমার বসন্ত এসেছিল।
আজ বসন্ত এলে , পূর্ণিমার রাত
বাতাসের উষ্ণ সোহাগ , পথ ভরা ফুল
কিন্ত গান আসে না
তোর হাতে হাত রেখে যেদিন গেয়েছিলাম
'আজি বসন্ত জাগ্রত দ্বারে ... '
সেদিন আমার কবিতাতেও বসন্ত এসেছিল।
এখন ,
চোখ জুড়ে হা-হুতাশ
তুই থাকলে শীতেও বসন্ত
অক্ষর বৃত্তে সঙ্গীত স্রোত
তুই থাকেলেই আসল আনন্দ।
তবু--
শিশুদের খেলা দীর্ঘায়িত , খেলার মাঠ দখল
মঞ্চে বসন্ত , ব্যাকস্টেজে শীতের অলংকার সকল।
তখনও
আমি জানালার পাশে--
এক অনুপ্রবেশকারী , ভীড়ের শরীরে
ছুটোছুটি পথচারী , শব্দদূষণ চারিধারে
'বসন্ত এসে গেছে '...

No comments:

Post a Comment