"বসন্ত এসে গেছে"
--- উদয় সাহা
--- উদয় সাহা
আমাদের বাড়িতে মাছ দিয়ে যায় রফিকুল ভাই
সেদিন সকালে এসে বলল , "সকাল বেলা ঐ
পাখিটা ভারি মিষ্টি সুরে গায় গো দাদাবাবু ... মনটা উদাস হইয়া যায়!! ! "
আমি বলেছিলাম , "ও যে দূত , বসন্ত এসে গেছে , ভাই "
দুধ দিয়ে যায় যে কাকু
ওনার বাড়ির উঠোনে একটা মস্ত কৃষ্ণচূড়া গাছ
গতকাল আমার মা কে বলতে শুনেছিলাম ,
"দিদি , আপনি কৃষ্ণচূড়া ভালোবাসেন ... লাল কৃষ্ণচূড়া ?
আমার উঠোন জুড়ে এখন লাল ... "
আমি ঘর থেকে বেড়িয়ে বলেছিলাম -
"বসন্ত গো কাকু , ও বসন্তের লাল"
পাতা ঝরা বৃষ্টির দলে দুপুরের ঘূর্ণির ছন্দ
নিঃসঙ্গ নীরবতা সুরেলা হঠাৎ
কৃষ্ণচূড়ার ত্রাসে নেমে আসে বসন্ত ...
পাখিটা ভারি মিষ্টি সুরে গায় গো দাদাবাবু ... মনটা উদাস হইয়া যায়!! ! "
আমি বলেছিলাম , "ও যে দূত , বসন্ত এসে গেছে , ভাই "
দুধ দিয়ে যায় যে কাকু
ওনার বাড়ির উঠোনে একটা মস্ত কৃষ্ণচূড়া গাছ
গতকাল আমার মা কে বলতে শুনেছিলাম ,
"দিদি , আপনি কৃষ্ণচূড়া ভালোবাসেন ... লাল কৃষ্ণচূড়া ?
আমার উঠোন জুড়ে এখন লাল ... "
আমি ঘর থেকে বেড়িয়ে বলেছিলাম -
"বসন্ত গো কাকু , ও বসন্তের লাল"
পাতা ঝরা বৃষ্টির দলে দুপুরের ঘূর্ণির ছন্দ
নিঃসঙ্গ নীরবতা সুরেলা হঠাৎ
কৃষ্ণচূড়ার ত্রাসে নেমে আসে বসন্ত ...
কিন্তু
আজ বসন্ত এলে আমি জানালার পাশে
দেখি দুর থেকে--
বসন্ত যদি উৎসব হয় , সে উৎসবে তুই কোথায় ?
পলাশের গায়ে যেদিন তোর নাম লিখেছি
সেদিন বিকেলে আমার ঘরে বসন্ত এসেছিল।
আজ বসন্ত এলে , কঙ্কাল বৃক্ষ যখন প্রসারিত হয়
তখনও আমার মন ডুবে থাকে শোকে
হেঁটেছিলাম আমিও এক অজানা পথে-
ভুলতে পারিনি তোকে-
সেদিন হাসিতে আমার বসন্ত এসেছিল।
আজ বসন্ত এলে , পূর্ণিমার রাত
বাতাসের উষ্ণ সোহাগ , পথ ভরা ফুল
কিন্ত গান আসে না
তোর হাতে হাত রেখে যেদিন গেয়েছিলাম
'আজি বসন্ত জাগ্রত দ্বারে ... '
সেদিন আমার কবিতাতেও বসন্ত এসেছিল।
আজ বসন্ত এলে আমি জানালার পাশে
দেখি দুর থেকে--
বসন্ত যদি উৎসব হয় , সে উৎসবে তুই কোথায় ?
পলাশের গায়ে যেদিন তোর নাম লিখেছি
সেদিন বিকেলে আমার ঘরে বসন্ত এসেছিল।
আজ বসন্ত এলে , কঙ্কাল বৃক্ষ যখন প্রসারিত হয়
তখনও আমার মন ডুবে থাকে শোকে
হেঁটেছিলাম আমিও এক অজানা পথে-
ভুলতে পারিনি তোকে-
সেদিন হাসিতে আমার বসন্ত এসেছিল।
আজ বসন্ত এলে , পূর্ণিমার রাত
বাতাসের উষ্ণ সোহাগ , পথ ভরা ফুল
কিন্ত গান আসে না
তোর হাতে হাত রেখে যেদিন গেয়েছিলাম
'আজি বসন্ত জাগ্রত দ্বারে ... '
সেদিন আমার কবিতাতেও বসন্ত এসেছিল।
এখন ,
চোখ জুড়ে হা-হুতাশ
তুই থাকলে শীতেও বসন্ত
অক্ষর বৃত্তে সঙ্গীত স্রোত
তুই থাকেলেই আসল আনন্দ।
তবু--
শিশুদের খেলা দীর্ঘায়িত , খেলার মাঠ দখল
মঞ্চে বসন্ত , ব্যাকস্টেজে শীতের অলংকার সকল।
তখনও
আমি জানালার পাশে--
এক অনুপ্রবেশকারী , ভীড়ের শরীরে
ছুটোছুটি পথচারী , শব্দদূষণ চারিধারে
'বসন্ত এসে গেছে '...
চোখ জুড়ে হা-হুতাশ
তুই থাকলে শীতেও বসন্ত
অক্ষর বৃত্তে সঙ্গীত স্রোত
তুই থাকেলেই আসল আনন্দ।
তবু--
শিশুদের খেলা দীর্ঘায়িত , খেলার মাঠ দখল
মঞ্চে বসন্ত , ব্যাকস্টেজে শীতের অলংকার সকল।
তখনও
আমি জানালার পাশে--
এক অনুপ্রবেশকারী , ভীড়ের শরীরে
ছুটোছুটি পথচারী , শব্দদূষণ চারিধারে
'বসন্ত এসে গেছে '...
No comments:
Post a Comment