Friday, March 24, 2017

জীবনে বিকেল আসে 
- গৌরাঙ্গ সুন্দর পাত্র

সংসার সমর ছেড়ে গিরি গহ্বরে 
কেন ভীরু মোক্ষ মুক্তি মৃত্যুর কাছে তুই 
দিতে চাস ধরা ? 
সংসারের মাঝে থেকে মানুষেরে ভালোবেসে 
পান করে চলে যাবি দেহের মদিরা । 
জানি আমি ,এ জীবন অনুক্ষণ 
অবসাদে অসুখের স্বাদ বেদনা প্রচুর , 
তবুও বিকেল আসে রোদ যায় নিভে 
নিভে যায় জীবনের ঘুঘু ডাকা বিষণ্ণ দুপুর । 
জীবনে বিকেল আসে হয়তো বা কবোষ্ণ মুখর 
প্রেমের দুয়ার খুলে আজও আমি পীড়িতের কথাগুলি শুনি 
ধূসর মৃত্যুর মাঝেও একা একা জীবনের রশ্মিগুলি গুনি । 

মোক্ষ মুক্তি মৃত্যু নয় 
চলে যা রে জীবনের গেয়ে শুধু গান , 
সন্তানের মুখে চুমু খেয়ে 
জীবনের জ্যোতিটুকু করে যা অম্লান । 

No comments:

Post a Comment