বিপ্লব সরকারের দুটি কবিতা.....
পর্দা--১
-----------
এত পর্দা ঢালো কেন,
কেন এত পর্দা ঢালো
চাঁদের কলঙ্ক ফুটে ওঠে আয়নায় ?
পর্দা দিয়ে কাঁচ ঢাকো
ঢাকো কালি দিয়ে ফুলের গন্ধ
ভ্রমরের চোখে কি ছানি পড়ে যায় ?
ঢাকো কালি দিয়ে ফুলের গন্ধ
ভ্রমরের চোখে কি ছানি পড়ে যায় ?
আচ্ছা এত যে প্রতিবিম্বে দাগ আঁকো
আঁকো স্নিগ্ধতার নকল অবয়ব
সেখানে কি পুরুষ তোমায় "নারী" খুঁজে পায় ?
আঁকো স্নিগ্ধতার নকল অবয়ব
সেখানে কি পুরুষ তোমায় "নারী" খুঁজে পায় ?
পর্দা--২
-----------
কিছু ব্যাখাতীত প্রশ্নের ডালি নিয়ে
কেন আসো বারবার পর্দার সামনে ?
-----------
কিছু ব্যাখাতীত প্রশ্নের ডালি নিয়ে
কেন আসো বারবার পর্দার সামনে ?
পর্দার আড়ালে কিছু মেঘ জমে থাকে
দেখা যায় না
আকাশ ভারী হয়ে এলে
তখন, ভিজে যায় চিবুক
দেখা যায় না
আকাশ ভারী হয়ে এলে
তখন, ভিজে যায় চিবুক
জানো তো ! এদেশে ফুলের শীত্কারে লিঙ্গ খাঁড়া আর,
ফিরে যাওয়া আগন্তুক এর চিত্কারে নেমে আসে দেয়াল
ফিরে যাওয়া আগন্তুক এর চিত্কারে নেমে আসে দেয়াল
তুমি আমি বসে থাকি
চুপচাপ দেখি
পর্দার ভিতরে নৃত্যরত নব্য মহাভারত
চুপচাপ দেখি
পর্দার ভিতরে নৃত্যরত নব্য মহাভারত
ছুঁতে গেলেই
ভস্মতা চুমু আঁকে আঙ্গুলের ডগায়
ভস্মতা চুমু আঁকে আঙ্গুলের ডগায়
তাই, কিছু প্রশ্ন নয় দেশ !
প্রশ্নের আত্মসম্মানে নেমে আসে পর্বত
প্রশ্নের আত্মসম্মানে নেমে আসে পর্বত
No comments:
Post a Comment