Monday, June 19, 2017
















আলোর রোশনাই

পিয়াংকী  মুখার্জ্জী
কাঁচের ফাঁক দিয়ে,চির খাওয়া আলোর ছিন্নভিন্ন হাজারখানেক টুকরো নিঃশব্দে প্রবেশ করছে আমার প্রতিটি স্নায়ুতে । যেদিন তুমি ছিলে আমার রঙ্গিন বিছানায় ,সেদিনও আলোর দল এসেছিল ,গুরুত্বহীন হয়ে ফিরে গেছে । আজও ভোরটা একইরকম ,আজ শুধু তুমি নেই স্পর্শে ।বদলেছে আলোর ভঙ্গিমা ,আজ আমি ভিখারী ! আর ওরা আমায় কুঁড়ে কুঁড়ে খায় !................

No comments:

Post a Comment