Wednesday, June 14, 2017

ফসফেটিক চশমাগুড়ো ঝরছে
রাহুল গঙ্গোপাধ্যায়










ঝলসানো মোরগ ফুলের কবিতায়
এখনও নতজানু চামড়ার প্রাণীজ সমীকরণ
মা তোমার সদ্য ফোটা জবা
রেখে দিও।ঘুমেলা নেশায় বেচে উঠি নতুন
আলো জানিনা।আলোর কুয়াশা ঘোর
জানিনা রাত চরিত্রে কতোটা বুদবুদ সীমাবদ্ধ
তুমি বলেছ : ভেঙেছি আয়না
তুমি বলেছো।আয়না ঝড়
তুমি বলেছো।আয়নার কালবৈশাখী নাম
ভিজে যাচ্ছি।ভিজতে ভিজতে।ভেজার পর
প্রেমিকার রক্তাক্ত কবরে ঢাকা বিবর্তন
তুমি বলেছো _____
                                      নিষিদ্ধ আকরিকে
গাঢ় উপত্যকায় আকাশমুখী লিঙ্গের ব-দ্বীপ

No comments:

Post a Comment