বিশ্ব এক নাটকীয় রঙ্গমঞ্চ আর আমরা সবাই অভিনেতা.
দেবব্রত তঁাতী
এই নাটকীয় রঙ্গমঞ্চে অগোচরে কত না অভিনয় ঘটে আর অভিনেতার সৃষ্টি হয় । কোন সে অজানা থেকে এখানে এসেছি আবার কোন যে অজানায় চলে যাবো তাও অজানা বাকি জীবন টুকু শুধু অভিনয় করেই কেটে যায় । নাটকের রেহারসাল দিতে যেতেই স্যার বলেছিলেন যে- একটা ডায়লগ ও বলতে পারছিস না ? অভিনয়টা করবি কিভাবে ? জানিস না জীবনটাই অভিনয় । আমরা সবাই অভিনয় করেই চলেছি । অভিনয় করতে করতে মৃত্যু আসবে । আর ওটাই ক্লাইম্যাক্স । নাটক করতে করতে কেমন মরে যাওয়ার অভিনয় করে তেমনভাবে অভিনয় করব সবাই । আসলে এই সমস্ত কিছুর আড়ালে একজন বসে আছেন । তিনি লক্ষ্য করছেন আমাদেরকে । কারন তিনিই রচয়িতা যে , আর নাটক দেখা টা তার এক শখ । নেশাও বলতে পারো । সেই রচয়িতা কে সহস্র প্রনাম জানায় । কারন এখানে অভিনয়ের জন্য আমরাই রয়েছি বলেই ।
আমরা কেমন সব অভিনয় করি ? কেমন অভিনেতা আমরা ? তা তো এখানেই পরীক্ষার পাশ ফেল হয়েই যায় । যারা অভিনয় করতে জানে তারা এক ফ্রেমে বাঁধা পড়ে । আর যারা অভিনয় করতে পারেনা ঠিক মতো অর্থাৎ জীবন কে মেনে নিতে পারেনা । সে তো হারিয়ে যায় ।
অন্যদিক থেকে দেখতে গেলে আমরা মুখোশ পড়েই অভিনয়ে নেমেছি । আরও ভালোভাবে বলতে গেলে সাপের মতো খোলস ত্যাগ করাটা আমাদের অভ্যেস । নইলে নাটকে অভিনয় করব কিভাবে ? রঙ না মাখলে যে হোলি খেলা হয়না ! তাই তো এত কিছুর আড়ম্বর । নিজেরা নিজেদের পছন্দ মতো সেজে গুজে নেমে পড়ি । আজ অভিনয়টা ভালো না করতে পারলে । কাল থেকে বাদ পরতে পারি ।
যদি শ্রেষ্ঠ অভিনেতার জন্য কাউকে পুরষ্কার দেওয়া হয় তাহলে নিঃসন্দেহে মা পাবে । কারন মায়ের জীবন দেখলে দেখতে পাবে যে দুখ যন্ত্রণা মানসিক অত্যাচার সহ্য করেও কত নিরবে হেসে খেলে কথা বলে । যেন কিছুই ঘটে নি । মায়ের অভিনয়টা কেবল মা-য় পারে ।
একটা নাটকে যেমন দুখ-কষ্ট , হাসি-ঠাট্টা , কথা দেওয়া , কথা রাখা , না রাখা , বিশ্বাসঘতকতা করা ,প্রেম ,বিচ্ছেদ .. দেখা যায় তেমন সমস্ত কিছুই জীবনের পথে চলতে গেলেই ঘটে । আর ও গুলো সব কিন্তু অভিনয়ের মধ্যে পড়ছে । দেখতে পাচ্ছি কারর কাছে নাটকটা জীবন আবার জীবনটাই নাটক । এটা সকলের ক্ষেত্রে ও । আর সেই অদৃষ্ট রচয়িতা দেখছেন আর হাসছেন ।
উপসংহার এ বলা যেতেই পারে যে – জন্ম মানেই নাটকের পর্দা সরে গেলো এবার তুমি অভিনয় শুরু করো । অভিনয়টা ততদিন চলবে যতদিন না মৃত্যু আসছে । আর সেই জায়গা পূরণ করতে কেউ না কেউ আবার এসেই যাবে ।
সুতরাং বাঁচতে গেলেই অভিনয় টা তোমাকে করতেই হবে । এটাই স্বীকার উক্তি ।
No comments:
Post a Comment