Saturday, June 17, 2017










মেঘের বিলাপ 
     তৃপ্তি মিত্র 

 তুই মেঘ , তুই বৃষ্টি 
তুই চক্রবৎ ফিরে যাওয়া 
আবার ফিরে আশা ।
তুই আস্থা ,তুই প্রতিক্ষা 
মাঝে মাঝে ধরা দিয়ে 
কখনও অধরা ।
তুই উপেক্ষা ,তুই ভালোবাসা 
তোর বেদনা ক্রন্দনে ধরা 
শস্য ,শ্যামলা ভরা ।
তুই স্বস্তি , তুই উন্মুখ চেয়ে থাকা 
তৃষায় কাতর চাতকের তুই 
অমিও বারি সুধা 
তুই দুর্ভোগ ,তুই দুর্যোগ 
দারুণ দগ্ধ মরুর বুকে 
শীতলতার পরশ ।।

No comments:

Post a Comment