Friday, July 14, 2017











আমার বাংলা-----
            মৌসুমী গুহচৌধুরী


 বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার মনের আশা,
বাংলা তোমায় ভালোবেসে,
থাকতে চাই গো তোমার দেশে,
প্রথম যখন মা ডেকেছি,
বাংলা তোমায় কাছে পেয়েছি,
ছোট্ট হাতটা ধরলে তুমি,
অ আ ক খ শিখি আমি।
বাংলা তুমি আমার পড়া
তোমায় নিয়েই স্বপ্ন গড়া,
বড় হলাম তোমার সাথে,
বন্ধু তুমি চলার পথে।
বাউল আমি তোমায় নিয়ে,
কাব্য লিখি তোমায় ঘিরে,
প্রেমের ভাষাও শেখালে তুমি,
তোমার প্রেমে পাগল আমি।
ধানের ক্ষেতে এলোকেশী,
তুমি তখন প্রিয়াবেশী।
তুমি জননী,তুমিই জায়া,
প্রখর রোদে স্নিগ্ধ ছায়া।।

No comments:

Post a Comment