Thursday, July 20, 2017














উষ্ণতা ছিল
শুভদীপ চক্রবর্ত্তী

উষ্ণতাতো ছিলই
তার ধরণ বোঝাই ছিল দায়।
সাদা ওড়নার আলতো ছোঁয়া
আজও মনে করায়- উষ্ণতাতো ছিলই।
অজান্তে চোখে চোখ, আর
সেই ভাষা বোঝার অজানা ইচ্ছা ছিল।
কত প্রতিক্রিয়ার দৃষ্টিবদল
এখনও বোঝায়- উষ্ণতাটা ছিলই।

আসলে মানুষ নিজেই শীতল হয়,
কিংবা তার চারপাশ হয় শীতলতর।
একটু উষ্ণতা চাই আজ আবার;
একটু উষ্ণতর।

No comments:

Post a Comment