Monday, July 10, 2017










তুমি কি ভালো আছো প্রিয়
দেবব্রত তাঁতী

চিতার আগুনে পুড়ছে সবাই
দিকে দিকে ক্রন্দন আর 
আত্মীয় স্বজন হারানোর হাহাকার চিৎকার 

এ শশ্মানের দেশে
তুমি কি ভালো আছো প্রিয় ?

গুলি বোমাবর্ষনের আওয়াজে ঘুম আসেনা
ধর্মবিদ্বেষীদের দাঙ্গার ছাইচাপা আগুণ
বাঁচার আশা ক্ষীণ হয়ে আসছে

এ স্বার্থের দেশে
তুমি কি ভালো আছো প্রিয় ?

চাপ চাপ রক্ত , লাশ ঘরে শুয়ে আর
মাথার ওপর প্রখর উত্তাপ 
আর ক্ষুধার্ত শকুনদলের চোখ এদিকে

এ ভাগারের দেশে
তুমি কি ভালো আছো প্রিয় ?

বাতাসে ধুলিকণার মতো ঘুরছে জীবানুরা
সুযোগসন্ধানী , যা ইচ্ছে তাই করে বেড়াবে
অপরের মৃত্যু আর নিজেদের বংশবৃদ্ধি

এ জীবাণুদের দেশে
তুমি কি ভালো আছো প্রিয় ?

তুমি রানী , অথচ অজুহাতে বুড়ো আঙুল 
দেখিয়ে নোংরা মানসিকতা বাসা বাঁধছে
প্রজাদের চেতনে অবচেতনে

এ সংকীর্ণতার দেশে
রাজশ্রী , তুমি কি ভালো আছো ?

কর্পূরের মতো উবে গেছে প্রেম তাই
ঈশ্বরের কাছে হাত পেতে ভিক্ষা চাইছি
ভিক্টোরিয়ার ডানা দাও , উড়ে যাওয়ার জন্য

এ প্রেমহীন হিংসার দেশে 
তুমি কি ভালো আছো প্রিয় ?

No comments:

Post a Comment