Tuesday, July 4, 2017















নিশ্চিত আশ্রয়।

সুপ্রীতি বর্মন।




রৌদ্রদগ্ধ গনগনে আঁচ
তোমাতেই আমার অবগাহন।



নবাঙ্কুর শৈশবের
জলকেলি সমুদ্র সৈকতে।



পশ্চাদভাগ ভারবহ
ক্লান্তি সঙ্গপনে।



অকাল বার্ধক্য জটাজুট
অগ্রিম পাওনা হাতে।



গোধূলির কুঁচবরন
কন্যার নয়নাভিরাম।



আকর্ষনে মহিয়সী
মরিচীকার চ্ছদ্দ
প্রবেশ।



অনতিক্রম্য কুৎসিত
কালো কোকিলের



কর্কশ নিনাদী স্বর আকাশ
বাতাস অথৈ জলে।



থাকছে নিঃশব্দ বিশাল
আদিগন্ত।



চুপিসারে কৌশলী
সুরাপানে মত্ত রবি
সোহাগ শেষে।



গোধূলির লাল ঠোঁটের
চুম্বনে ধরেছে আকাশের
তলটাকে।



পরিশেষে অবশেষ ফেলে ডুব
দেয় পাটে।



বালি আমি অসহায়
পরিত্যক্ত সমুদ্র
সৈকতে।



কবে থেকে স্থগিত
বিস্তৃত সমুদ্রতটে।



শ্বাপদ শঙ্কুলের
পদপৃষ্ঠের দপাদপ সদর্প
বিচরন।



সহনের অনতিক্রম্য মম
জীবন যৌবন।



নীল সমুদ্র তার চঞ্চল
চপট বাচালতা।



বারংবার নিষেধাঞ্জা
নিত্য তার যাওয়া আসা।



সহাস্য ঢেউগুলো
ঝাপিয়ে পড়ে আমার
বক্ষে।



সবটুকু রস নিগড়ে নিয়ে
যেতে চাও সঙ্গপনে।



ফেলে যাও অবশেষ সান্দ্র
আমি।



সোহাগের ভারে ক্লান্ত



রিক্ত পরিত্যক্ত মোর
যন্ত্রনা।



তবুও কখনো হয়ে যাই
সিক্ত



অলক্ষ্যে তোমার।



কাচুঁলির ফাঁকে ফাঁকে
আমার সহবাস।



নিশ্চিত আশ্রয় পেয়ে
আমি এতটুকুতেই ধন্য।



মনপ্রান উজাড়ে
তোমাতেই সোহাগে
ব্যস্ত।



কিন্তু কখনো ভাবিনি
তুমি হয়ে যাবে
অস্থির।



কচকচানি আমার কর্কশ
শরীর।



আনে তব বলিরেখা ললাটে
ভ্রূকুটি।



যদি পড়ে যায় কোন
আঁচড়।



সুন্দরতায় আনবে অমলিন
দাগ



দীর্ঘায়ু হবে আবার।



তোমার আননে কেমন
স্বস্তির অবকাশ
পরিশেষে।



যা হোক বাবা পরিত্রান
চিরতরে।



পোষায় না আর এই
অস্বস্তির লেশ।



স্তনযুগল ঘর্মে
অস্বস্তিতে ছটফট।



নাভিমূলে নিশ্চিত
গুপ্ত প্রেম।



কিন্তু দৈবাৎ সেখানেও
থাকা দায়।



অগভীর নীল সাগর বড়
শয়তান।



ঘাপটি মেরে বসে আছে



অলেখ্য তার আচরন।



ঝাপিয়ে পড়ে কেড়ে
নেবে



আমার শেষটুকু আবদার।



আবার গড়াতে থেকে
পরিশেষে



আমার আশ্রয় ঐ ঘৃন্য
পরিত্যক্ত



সকলের পদপৃষ্টে।



চিকচিক করে উঠে আমার
সর্বাঙ্গ।



রন্ধ্রে রন্ধ্রে
সহবাস।



আমাতেই তোমার
পূর্ণ্যস্নান।



সেইটুকু লেশ সঞ্চিত
কনা।



ধরে রাখতে চাই আমরন



বঞ্চিত করোনা।



আমার এই রূপের লাবন্য



আহামরি দেখবে লোকে।



কিন্তু তাতেও সয় না
তোমার



দৃষ্টিশূল ঐ মৃগতৃষ্ণা
নক্ষত্রখচিত
হৃদয়াঙ্গম।



তুমি রবে নীরবে।



আগামী দিনমনি সেইটুকু
সহাবস্থান নেবে
কেড়ে।



এইটুকু সন্দিহান



হঠাৎ শঙ্খচিল যায়
ডেকে।



বিবস্ত্র মোর
দৈন্যদশা।



আত্মগোপনে অস্থিরতা।



নেই কোন নিষ্কৃতি



তবুও জানি নিশ্চিত
একদিন পাবো দেখা।



এসো দেবী স্নান করি
আবার।



পশ্চাদগমনে সঙ্গপনে
নতুন করে আরেকবার।



নবকনের গৃহপ্রবেশ
পদাঙ্কুরের আঁচলে।



শুভারম্ভ তোমার আমার
প্রেম।



বিস্তৃতির অতলে।

No comments:

Post a Comment