সামাজিক বাস্তবতা
দীপশিখা চক্রবর্তী
জীবন আমার সুখের বড়,নেইকো দুখের ছায়া,
হৃদয় জুড়ে ছড়িয়ে আছে ভালবাসার মায়া।
হঠাৎ এল বাণ আমার সুখী মনের কোণে,
মন আমার ক্ষতবিক্ষত কটূক্তির বাণে।
সমাজ শুধোয় কবে আমার কোলটি হবে আলো?
আমি বাঁজা মেয়ে,আমার মুখ দেখা নয় ভালো;
স্বামী আমার ভালমানুষ, নেয় না এসব কানে,
আগলে রেখে বলে চলতে আপন মনের টানে।
কোল জুড়ে এল আমার ছোট্ট একটি পরী,
আনন্দেতে ভাসছে সবাই,ভেবে পায় না কি করি!
হায় রে সমাজ!এর পরেও হল না মুখ বন্ধ,
দেখতে আসে মনে নিয়ে কতরকম দ্বন্দ্ব;
হবে কেমন দেখতে সে যে,গায়ের রং কেমন,
মনকে বোঝানো দায়,কটূক্তি সমাজেরই ধরণ।
সমাজের এই কালো রুপ মনে জাগায় ভয়,
আনন্দের মাঝেও জেগে ওঠে মাতৃরুপি সংশয়।
No comments:
Post a Comment