Tuesday, July 4, 2017














মধ্য রাতের খন্ড কবিতা- পর্ব-১১
         লক্ষ্মী নন্দী
                          

কবি -এখন তোর সাথে
লিখছে কবির মন।
দুরন্ত দিনের কলরবের 
জমে ওঠা মেঘ
ঝরিয়ে দিচ্ছে তোর 
বিশ্বাসের কলাপে ঢাকা
শরীরে।তোর প্রসব করা 
গাম্ভীর্যের নিরিবিলি সৎ
অন্ধকার নিয়ে 
তুই বেরাতে এসেছিস 
কবির  ঘরে । মফসঃলের
অচিন কবি পাঁজর 
ঘষে ঘষে ঘুমহীন সঙ্গ 
নিচ্ছে তোর।তোর অনাবিল  
ভাষ্যপাঠের- নৈঃশব্দ প্রেম
কবির শব্দকেও জাগিয়ে 
রেখেছে। যেমন তোর জন্য
জেগে থাকে প্রতিবার।
তুই এলে কবির 
ঘরের নিয়ন অালো 
লজ্জায় ভেঙে ফেলে 
রাতের  সম্মোহন। 
কবির মনে জেগে ওঠে 
তোর চোখে চোখ রাখা শর্ত।
হে রাত, এভাবেই দিস 
রোজ রোজ কবিকে
নিবিড় সাথ। সে যে বহুরঙ্গে
অাঁকবে তোকে তার- 
প্রিয় মধ্যরাত।।

No comments:

Post a Comment