মধ্যরাতের খন্ড কবিতা - ১২
লক্ষ্মী নন্দী
তুই কাছে এলে
অামার কষ্টরা
অাড়মোড়া ভেঙ্গে
মৃত্যুর মত শান্ত
হয়ে যায়।
অামার ভীতর তন্নিষ্ঠ
বিভোর হয়ে ওঠে
তোর মিতি সমারোহ।
তুই কাছে এলে
অামার একনিষ্ঠ
উন্মোচন ঘটে-
নিশিযাপনে।
তোর অমোঘ
সম্মোহনে অামি
এগিয়ে যাই------
প্রকরণ থেকে প্রসঙ্গে।
অামার সৃষ্টি - ধ্যান
গ্রহণ - বর্জন
নির্জনবাস- বিশ্বভ্রমন
বহিবিশ্ব- অন্তর্লোক
কাজ - বিশ্রাম
সবকিছুই একাকার
হয়ে যায় -------
তুই কাছে এলে
তোর মধ্যরাতের
পারাবারে।
No comments:
Post a Comment