Thursday, July 20, 2017




















মধ্য রাতের খন্ড কবিতা- পর্ব ১৩

লক্ষ্মী নন্দী  


মাঝ বয়সি রাত্রি রোজ 
তুফান অালিঙ্গনে ঢুকে পড়ে 

অামার অন্দর মহলে।
অলীক কল্পনায় ছড়ায়
শব্দ অক্ষরে নৈঃশব্দের -ব্যাপ্তি।

তার, শীলিত ছন্দের 
উদ্দামতার কাছে
অামি যেন কেমন 
হারিয়ে যাই। 
এভাবেই, প্রতিদিন
বড় হতে থাকা রাত্রির 
-অাপনে যাপনে-
দারুন দানের মহার্ঘ যজ্ঞে
নিজেকে অাত্ম সমর্পণ 
করে ফেলি।
সেও- অারও নিবিড়
গভীর গাঢ় সঞ্চারী 
হতে হতে অামার প্রতিদিনের
অন্ধকারকে করে হরণ-।
রাত্রির উত্তাপ ক্লান্তিহীন স্নিগ্ধ
যার, দর্শন স্পর্শনের মধুর
বিচরণ সাহচার্য শেষে----
অামি হয়ে উঠি,
ঠিক যেমন- 
ভেষজ নিরাময়।
যা -দেখে কচি ভোরে 
অাপ্লুত হয়ে উঠে.
জবাকুসুম -সঙ্কাশং 
কাশ্যপেয়ং -সূর্যটা।

No comments:

Post a Comment