Tuesday, July 4, 2017















দুটি টুকরো 
উদয় সাহা


(১)মেঘেরা

আমার কথারা বিন্দু বিন্দু হ'য়ে
বায়ুমণ্ডলের স্তরগুলো ভেদ ক'রে
তোমার নীল রাস্তার পাড়ায় মিছিল ক'রে অনশন করছে
কথাগুলো প্রতিক্রিয়াহীন ফ্যাকাসে,অপেক্ষমাণ
তোমাকে তাদের রঙে রাঙাবে।
আনন্দ তখন শীতল। আনন্দ তখন ঝিরিঝিরি ঝড়বে।

(২)পেজমার্ক

একটা শীর্ণকায় কায়া।
মুখবন্ধ সহ গোটা তিরিশ সবুজ পাতা।
প্রতি পাতায় বিশৃঙ্খলা, বিচ্ছিন্নতাবাদ,অসংহতির আগুন।
তাপ খুব বেশী মনে হ'লে উঠে আসি।
গুঁজে রাখি শান্তিমাখা তোমার একটা ছবি--
আমার পেজমার্ক।

No comments:

Post a Comment