কড়া ডোজ
সুনন্দ মন্ডল
সুনন্দ মন্ডল
বেপরোয়া যুবকটি ধীরে ধীরে নেমে যাচ্ছে নীচে
আষাঢ়ের নবচেতনা মেখে।
একটি মেয়ে ডুবে যাচ্ছে যেখানে জলপ্রপাতে একটি জলের নীচে আরেকটি চাপা পড়ে যায়।
শিলাময় প্রাকৃতিক গঠনে
কঠিন ও কোমলের বিন্যাসে বাধা তখনই।
আষাঢ়ের নবচেতনা মেখে।
একটি মেয়ে ডুবে যাচ্ছে যেখানে জলপ্রপাতে একটি জলের নীচে আরেকটি চাপা পড়ে যায়।
শিলাময় প্রাকৃতিক গঠনে
কঠিন ও কোমলের বিন্যাসে বাধা তখনই।
কলকল সুরে নদীর নৃত্যে
বেজে ওঠে নূপুরের ধ্বনি।
সংগীত সাধনায় মত্ত যেসব লক্ষ্মীছাড়ারা
তাদের হাতের রেখায় মৃত্যুযোগ নিয়ে বাঁচে!
আর শ্রীহীন মানসীরা গিরিখাতে লাফিয়ে লাফিয়ে চলতে থাকে ব্যাঙের মতোই আষাঢ়ের শীতলতায়।
বেজে ওঠে নূপুরের ধ্বনি।
সংগীত সাধনায় মত্ত যেসব লক্ষ্মীছাড়ারা
তাদের হাতের রেখায় মৃত্যুযোগ নিয়ে বাঁচে!
আর শ্রীহীন মানসীরা গিরিখাতে লাফিয়ে লাফিয়ে চলতে থাকে ব্যাঙের মতোই আষাঢ়ের শীতলতায়।
প্রেমাবিষ্ট জীবনের সরল সংজ্ঞায় হাত মিলিয়ে অভিবাদন জানাতে চেয়ে মাতাল যুবকটি তলিয়ে যায় জলপ্রপাতে।
আর মেয়েটিও নবকিশোরীর গন্ধ ছেড়ে কড়াডোজ গিলে যুবতীর গিঁটে আটকে গেছে।
আর মেয়েটিও নবকিশোরীর গন্ধ ছেড়ে কড়াডোজ গিলে যুবতীর গিঁটে আটকে গেছে।
দিনের শেষে সেই থমকে যাওয়া নদীর অভিমুখে আরেকটি মুখের জন্ম হওয়া অবদি একছড়া রাগিনীতে সুখ সঞ্চারে আলিঙ্গন করে।
যুবক-যুবতীর নব যৌবনের অঙ্গীকার যেন আষাঢ়ের মেঘেও কড়া ডোজ গিলে নিজের উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়া নক্ষত্রের তেজ।
যুবক-যুবতীর নব যৌবনের অঙ্গীকার যেন আষাঢ়ের মেঘেও কড়া ডোজ গিলে নিজের উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়া নক্ষত্রের তেজ।
(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)
No comments:
Post a Comment