Thursday, July 2, 2020

আষাঢ়
জয়ন্ত চক্রবর্ত্তী


আষাঢ় এলেই ভিজে যাই।
অস্পষ্ট শার্সি বেয়ে টিপ টিপ বৃষ্টি নামে
বিকেলের জানালায় স্থবির মেঘের মতো সময় থমকে দাঁড়ায়
কাঁধে হাত রেখে বলে - দাও , ডুব দাও , এইতো সময়--
আমি মাছরাঙার মতো ক্ষিপ্রতায় নেমে আসি বাদামি কাগজে।
আহা , নরম বৃষ্টিতে ভিজে যাওয়া সেই কবেকার ফুটবল ম্যাচ , হাঁটু জলে নৌকো ভাসানো !
অথবা সারাদিন রিমঝিম গীতবিতানের শব্দে উদাসীন জীবন যাপন !


আষাঢ় এলেই ভিজে যাই


রথ-মেলার সেই বিষণ্ণ বাঁশিটির সুর আজ‌ও বুকের ভেতর বান ডাকে!

(মুজনাই অনলাইন আষাঢ় সংখ্যা)

No comments:

Post a Comment